মোদীর পর এ বার রুপোলী পর্দায় বাজপেয়ী

atalbiharibajpayibiopic

নরেন্দ্র মোদীর পর এ বার বায়োপিক তৈরি হতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। ঠিক এক বছর আগে, ২০১৮ সালের ১৬ অগস্ট প্রয়াত হয়েছেন বাজপেয়ী। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী বছরই রূপোলী পর্দায় দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চিত্রনাট্য লেখার কাজ। তবে বাজপেয়ীর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত […]