মিথ্যের জয় হউক

সত্যি বলবেন না মিথ্যে? প্রশ্নটা পড়েই সমস্বরে সকলে বলে উঠবেন, সত্যি… আবার কী? কিন্তু সত্যিই কি তাই? রোজকার জীবনে শতকরা কত ভাগ সত্যি বলি বা শুনি আমরা? হিসেব করে দেখেছেন কখনও? অঙ্ক কষলেন অম্লানকুসুম চক্রবর্তী।