চলি বলি রং তুলি: অযোধ্যা পাহাড় ও লুড়কুর চুল দাড়ি

Illustrations by Debasis Deb পাহাড়ের মাথায় গ্রাম

অযোধ্যা পাহাড়ের মাথায় পৌঁছতে হলে পুরুলিয়া শহর থেকে সরাসরি বাস সার্ভিস আছে। আমি একা যাব, তাই সেটাই সুবিধের। আগে জয়চন্ডী পাহাড় ঘুরে রঘুনাথপুর থেকে মিনিবাসে চেপে ঘণ্টা দু’য়েক পর এলাম পুরুলিয়া সদরে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, ফলে রাতটা এখানেই  থেকে গেলাম একটা চলনসই গোছের হোটেলে। বাস ডিপোটা উল্টোদিকেই। পরদিন সাতসকালে উঠে হাজির হয়ে গেলাম।

বনপলাশীর পদাবলী

purulia

পুরুলিয়া কে আমার মনে হয় সেই আলগোছে খোঁপা আলতো হাতে বাঁধা আদুড় গায়ের এক আলুথালু শ্যামলা সুন্দরীর মত। নাকমাটা মাটা চোখ ভাসা সাঁওতালিরা যেমন হয়। তাদের গড়নপেটনে যেমন একটা আঁটোসাঁটো ভাব থাকে অথচ লালিত্য যেন উপচে পড়ে মাথার খোঁপায় একটা বুনোফুল গুঁজলে।