জীবন যেমন

আমরা হিন্দু| বাড়িতে ঠাকুরদেবতাকে ফুল জল বাতাসা দেওয়া হয়, দুর্গাপুজোয় অঞ্জলিও| ঠাকুমা তো ষষ্ঠী, ইতু, জয় মঙ্গলবার কোনও কিছুই বাদ দিতেন না| তবে কোনও কিছু নিয়েই আতিশয্য আগেও দেখিনি, এখনও নেই|  আমার বাবার এক প্রিয় ছাত্র ছিল| আমাদের চেয়ে সামান্য সিনিয়র| পড়ত প্রেসিডেন্সিতে|  তীক্ষ্ণ মেধা, শীলিত আচরণ, মার্জিত রুচি| ধর্মে মুসলমান| আমার সঙ্গে তার দু-চারটে […]