গুরু-শিষ্য পরম্পরা – সমকালীনতার আলোকে

আমাদের দেশে শিক্ষা দান পদ্ধতি বিষয়ক যে গবেষণা এতদিন ধরে চলে আসছে, তা বারবারই প্রমাণ করেছে, গুরু শিষ্য পরম্পরাই সর্বাগ্রে গ্রহণযোগ্য কারণ তাইই সর্বার্থে বিজ্ঞানসম্মত। গ্রহণযোগ্য, তা তো বোঝা গেল। কিন্তু সময়ের সঙ্গে সবকিছুরই পরিবর্তন হয়, বিবর্তনও হয়। এক্ষেত্রেও গুরু শিষ্য পরম্পরার বিবর্তন হতে হতে তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার প্রাসঙ্গিকতা বর্তমানে আধুনিক […]