সন্ত্রাসবাদের সেই রাতে মল্লিকার সাহস

নভেম্বর মাসের ২৬ তারিখ, সাল ২০০৮,মুম্বই-এর তাজ প্যালেস হোটেলের এক ব্যাঙ্কোয়েটে চলছে নৈশভোজের আসর। ব্যাঙ্কোয়েটের দায়িত্বে ছিলেন ২৪ বছরের মল্লিকা জগড়। এমন সময়ে বাইরে গুলি চলার মতো শব্দ শোনা গেল কিন্তু আতসবাজির শব্দ ভেবে আমল দিলেন না মল্লিকা। কিছুক্ষণ পর হোটেলের নিরাপত্তা কর্মীদের থেকে জানতে পেরেছিলেন হোটেলে হামলা হয়েছে এবং বন্দুক হাতে সন্ত্রাসবাদী ঘুরে বেড়াচ্ছে […]