পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ও আধুনিক তবলাবাদন

Suvankar Bandyopadhyay the table maestro

অতিমারির দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে সংস্কৃতিজগতের বহু অমূল্য রত্নকে। এবার তৃতীয় ঢেউ আসার আগেই কোভিডের কাছে আত্মসমর্পণ করলেন বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাঁর অকালপ্রয়াণে ফের স্বজনহারানোর ব্যথা সঙ্গীতের দুনিয়ায়।