ছোট বৈঠকখানাকে সাজাতে চান? কেমন হবে অন্দরসজ্জা?

Interior of small drawing room

সব ঋতুরই একটা রং থাকে। আমাদের দেশে বোশেখের রং উষ্ণ। কিছু সোফা রানার এনেছে ঐ রঙে। রোজকার সোফাকে কিছুটা অন্যভাবে পাওয়া। এই ঋতু ধরে ঘর সাজানো রূপের অন্যতম শখ। দেওয়ালটা একটা নিউট্রাল মুক্তোর রঙে রেখেছে। এতে সুবিধা হল সব রঙের অ্যাক্সেসরিস চলে যায়। দেওয়াল সাজিয়েছে নিজেরই অবসরে এঁকে চলা কিছু ছবি দিয়ে। তাতে সাদা কালো যেমন আছে, তেমনই আছে নানা রঙের দাপট।

কেমন হবে ছোট বৈঠকখানার অন্দরসজ্জা? টিপস দিলেন সুস্মিতা দত্ত…