রাজেশ খন্না ছিলেন সবচেয়ে কিপটে অভিনেতা, বললেন ওয়াহিদা রহমান

বলিউডের প্রথম সুপারস্টার তিনি। প্রথম সিনেমা ‘আখরি খত’-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। কিন্তু শক্তি সামন্ত পরিচালিত ‘আরাধনা’য় প্রকৃত আবির্ভাব ঘটে তাঁর। খোলা জিপে ‘মেরি স্বপ্ন কি রানি’ শুধু শর্মিলা ঠাকুরের নয়, সমস্ত মহিলাদের হৃদয়েই ঢেউ খেলেছিল। তারপর তো সবটাই ইতিহাস। কত যে প্রেম আর বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তার ইয়ত্তা নেই। বলিছি রাজেশ খন্নার কথা। […]