আলপনা: এক আলঙ্কারিক অন্বেষণ

‘আলপনা’ সম্পর্কে এভাবে আমরা প্রায় অনেকেই একটি নস্টালজিক ভাবাবেগ দ্বারা চালিত হই। আলপনা নিয়ে এই যে বিশেষ ধ্যান-ধারণা সাধারণভাবে পোষণ করি, বস্তুতপক্ষে তাকে কিন্তু সর্বাংশে সঠিক বলা চলে না। আলপনার বিবর্তন খুঁজলেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়।