কবিতা: ফাঁদ ও নষ্টনীড়

এঁটো চাঁদ ফাঁস নিলো দেবদারু গাছের শাখায়/হলুদ আলোর মোড় ফিরে আর দু’পা হাঁটলেই/ভাঙা সাঁকো, চোরাবালি, ফেলে আসা স্মৃতিদের ভ্রূণ।
কবিতা: অসুখ ও অন্ধকার

অথচ দুঃখে এসে শান্ত হয়ে দাঁড়াবার উপায় নেই/দুদণ্ড দাওয়ায় বসে গল্প করা, দুঃখের গেরস্থালি/মানিয়ে গুছিয়ে নিয়ে থেকে যাব, তেমন ঘটে না
জিগ-স’ (কবিতা)

জীবনের নানা রঙিন টুকরো একটু একটু করে জুড়ে জুড়ে তৈরি হয় জিগ স’ পাজল। সেই রংবেরংয়ের কাটাছেঁড়া জুড়ে জুড়ে বোনা নকশি কাঁথা সোহমের কলমে।
এসো (কবিতা)

এই হাত
রাখা আছে, শর্তহীন
ছুঁয়ে দাও। তার আগে
শুধু একবার ভেবে দেখো
ডানা

বন্ধু, অনেক দূরের একটা চিলেকোঠায় এতদিন খোলসের ভিতরে গুটিয়ে বসে আমি চুপচাপ দেখছিলাম পৃথিবীটাকে, চোখ বুজে। দুপুর যে এখানে কী নীল এখনও! শাঁখের শব্দে সন্ধেবেলা আকাশের গায়ে কাঁটা দিয়ে তারা ফুটে ওঠে প্রতিদিন। ভাবছিলাম জলের বোতল দিয়ে ফুটবল খেলার কথা, লাস্ট কাউন্টার চেয়ে নেওয়ার কথা, প্রথম বার ভালোবাসবার কথা। পুড়ে যাওয়া ডানায় আবার বেয়াদপ পালক […]