কে ছিলেন পূর্ণেন্দু পত্রী?

পূর্ণেন্দু পত্রীকে আজ কতটা জানি আমরা? তাঁর অতল প্রতিভার কতটুকুর তল মেলে ইন্টারনেটের এই দুনিয়ায়? তাঁর কবিতা, ছবি, সিনেমা, গদ্য সবটকু ঘেঁটে দেখলেও কি সম্পূর্ণ হয় পত্রীমশাইকে চেনা? চেষ্টা করলেন পল্লবী মজুমদার।
আমাদের আঁকার স্কুল

দিদু আমার আঁকার খাতা দেখতে খুব ভালোবাসত। প্রতি শনিবার আমি আঁকার ক্লাস থেকে ফিরে দিদুকে দেখাতাম সেদিনের আঁকা। আমার জলরং দিয়ে ছবি আঁকতে ভালো লাগে। গ্রামের ছবি, গাছপালার ছবি আঁকতে ভালো লাগে। কিন্তু ফিগার আমি ভালো আঁকতে পারি না। তাই আঁকতেও চাই না। স্যর বলেন ফাঁকিবাজ। দিদুও খুব ভালো ছবি আঁকত। আমাদের বাড়িতে দিদুর আঁকা ফ্রেম করে দেওয়ালে টাঙানো আছে। কিন্তু এখন আর পারত না। বলত আমার হাত কাঁপে।