পাখি আপন শিকার ধরে

“দিকে দিকে পাখি পাতা, জাল নয়” জয় গোস্বামীর এই কবিতার লাইনটি সবসময় মনে পড়ে, যখন ভারতবর্ষে রেকর্ড হওয়া পাখির প্রজাতির সংখ্যার দিকে তাকাই। ১২৫০টির মতন প্রজাতি রেকর্ড করা গেছে সারা ভারতে এবং এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ৮৪৯ টি। ভারতে এই বিপুল পরিমান পাখির বৈচিত্র্য সম্ভব হয়েছে, তার কারণ এই দেশের ভৌগোলিক বৈচিত্র্য।