খিদের গল্প (কবিতা)

চৌকাঠ না থাকা ঘরে খিদে নেই / একথা জানে না চাকা
উদযাপন

গোপন দিয়েছি, দিয়েছি ঠোঁটের আদিম / প্লেট সেজেছে আঁশগন্ধে চোবানো তারায়
অপয়া

ধন্যি বটে বাঙালনামা ধন্যি বটে পোস্তভাত
অপয়া টাই নিমিত্ত থাক নন্দ ঘোষে কাবার রাত
মনের ভিতর ঘাপটি মেরে উঁকি ঝুঁকি একটু যেই
অমনি পিছল রাস্তা হাজির পায়ের তলায় সর্ষে খই।
উত্তরাধিকার

কী ভীষণ জাদুকরী মোহে!
আশ্লেষ সার্থক হলে ইন্দ্রিয়ের নতুন স্ফুরণ─
এও এক স্বমেহক প্রমিত প্রবাহ।