‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর চরিত্রে বিদ্যা বালান

ইদানিং বলিউডে বায়োপিক বানানোর রমরমা দেখা গেছে| এই বার সেই দলে যোগ হল মানব কম্পিউটার শকুন্তলা দেবীর বায়োপিকও| গণিতে বিস্ময়কর প্রতিভার জন্য পরিচিত শকুন্তলা দেবী| ‘লন্ডন প্যারিস নিউইয়র্ক’ ছবির পরিচালক অনু মেনন শকুন্তলা দেবীর চরিত্রকে তুলে ধরবেন রূপলী পর্দায়| আর ওঁর চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে| সোশ্যাল মিডিয়াতে শকুন্তলা দেবীর প্রথম লুক, টিজার আর ছবির পোস্টার শেয়ার […]