জল সংকট মেটাতে বেঙ্গালুরু স্কুলের অভিনব প্রচেষ্টা

জল সংকট নিয়ে নাজেহাল গোটা দেশ| অনুমান করা হচ্ছে ২০৩০ সালে জলের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে কিন্তু সেই পরিমাণে জল সরবরাহ হবে না| ইতিমধ্যেই সরকার এবং সাধারণ মানুষ নড়েচড়ে বসেছেন| বিভিন্ন উপায় জল সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন তারা| অনেকেই ইতিমধ্যে ‘রেন ওয়াটার হার্ভেস্টিং’-এর দিকে মন দিয়েছেন| বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্জকর ভাবে তাকে ব্যবহার করাকেই […]