শিশুদিবস ২০২২: দুচার কথা

Children's Day 2022

মহাযুদ্ধের দগদগে ঘা তখনও শুকোয়নি। এশিয়া, আফ্রিকা সহ গোটা বিশ্বে এই যুদ্ধের বলি হয়েছিল লক্ষাধিক নিষ্পাপ শিশু। অসুস্থ, পঙ্গু, বিকলাঙ্গ শিশুর সংখ্যাও ছিল কয়েক হাজার। সেই অসহায় বিপর্যস্ত শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় জাতিসংঘ কল্যাণ তহবিল (UNICEF)।
শিশুদিবসের লেখা- লিখলেন শাশ্বতী সান্যাল…