বালি যাত্রির ডায়েরি (পর্ব ১)

ঝকঝকে পরিচ্ছন্ন রাস্তা ধরে এগোচ্ছি দক্ষিণ-পূর্ব সীমার দিকে। গন্তব্য সানুর সমুদ্রসৈকত। রাস্তার দুপাশে গৃহস্থ বাড়িগুলির ছিমছাম, বাহুল্যহীন নির্মাণশৈলী চোখের আরাম দেয়। পাঁচিলঘেরা জমির মধ্যে মূল গৃহটি বসবাসের জন্য, তার পাশে মন্দির। বাড়িগুলির ছাঁদ অনেকটা গ্রাম-বাংলার একচালা বাড়ির মতো।