আর. পি কাকুর ট্রেডমার্ক

নতুন প্রজন্মের মুখের ভাষা কেমন বদলাচ্ছে, সে প্রসঙ্গে একদিন জিজ্ঞেস করলেন, ‘‘একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছি না। আজকাল লোকে বলে অবস্থা টাইট আর প্রেস্টিজ ঢিলে! কোনটা বেশি প্রিক্যারিয়াস? টাইট না ঢিলে?’’ লিখছেন সঞ্জীৎ চৌধুরী।