নিজের জীবন তুচ্ছ করে বাঁচালেন ৫০০জনের প্রাণ

বিপর্যযের মুখে পড়লে বেশিরভাগ মানুষই সেখান থেকে পালিয়ে যায়| কিন্তু রামদাস উমাজি মদানে সেই বিভাগে পড়েন না| আট দিন ধরে ক্রমাগত বৃষ্টির পর পশ্চিম মহারাষ্ট্রের বেশ কয়েকটা গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে| প্রায় দু’লক্ষ মানুষকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা হয়| অনেকের মৃত্যুও হয়েছে| কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে পঞ্চান্ন বছরের রামদাস নিজের কথা না ভেবে কয়েকশো […]