হাওরমহল: পর্ব ১

সংস্কৃত ‘সাগর’ শব্দ চলিত উচ্চারণে হয়ে ওঠে সায়র। সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলের আঞ্চলিক ভাষার রীতি অনুযায়ী কালক্রমে সায়র হয়ে ওঠে হাওর। অজানার আস্বাদ সম্রাট মৌলিকের কলমে। পর্ব ১।
জলজ (কবিতা)

আর্দ্রতা জেনে নেয় ভেতরের খবর, চাপা আস্কারা
বিস্তর দাম্পত্য এসব।
আমি অনায়াসে লিখে ফেলি একদিস্তা
আধভেজা আঁচলে ঢেউ ছিল যত।