একমাত্র তিনিই পারেন টানা রিকশার চাকা সারাতে!

মৌলালির রামলীলা পার্কের ঠিক উল্টোদিকে একটা সরু গলি আছে। সেটা ধরে সোজা এগিয়ে গেলে একটা বুড়ো গাছের সঙ্গে দেখা হবে। গাছটার গায়ে একটা ভাঙাচোরা বাড়ি। বাড়ির মালিক নন্দকুমার শর্মা কলকাতার একমাত্র ঘোড়ার গাড়ির চাকা সারাই মিস্ত্রি। তিন পুরুষের ব্যবসা এখন ধুঁকছে। পুরসভার নথি বলছে, এই শহরে অন্য কারও এই ঘোড়ার গাড়ির চাকা সারানোর ট্রেড লাইসেন্স […]