বিয়ের পর সন্তানের পরিকল্পনা করছেন রাখি সাওয়ান্ত!

সম্প্রতি ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের কয়েকটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় | ছবিগুলোতে রাখিকে বধূবেশে দেখা গেছে | ছবিগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন ওঠে তা হলে কি শেষমেশ বিয়ে করে নিলেন রাখি?  প্রথমটায় অবশ্য রাখি জানান একটা ফোটোশ্যুটের জন্য বিয়ের সাজে সেজে উঠেছিলেন উনি |  তবে অগস্টের চার তারিখে একটি সাক্ষাৎকারে রাখি নিজের মুখেই স্বীকার করেন যে, এক এনআরআই-এর […]