নিক জোনাস আর ফারহান অখতরের সঙ্গে সমুদ্র সৈকতে কী করছেন প্রিয়ঙ্কা চোপড়া!

গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়াকে অনেক দিন হিন্দী সিনেমায় দেখা যাচ্ছে না। তাঁর ভক্তরা আশা করেছিলেন যে সলমান খানের সঙ্গে ‘ভারত’-এ বলিউডে কামব্যাক করবেন তিনি। কিন্তু সে আশায় জল ঢেলে বিয়ে করে আপাতত নিক ঘরণী বসে আছেন সুদূর লস অ্যাঞ্জেলেস-এ। নতুন কোনও হিন্দী ছবি সাইনও করেননি তিনি। শেষ অভিনয় করেছেন ‘মার্গারিটা উইথ আ স্ট্র’-র পরিচালক সোনালি […]