পৃথ্বী বসু’র কবিতা

তুচ্ছ দূরের আকাশ থেকেমেঘেরা ইশারা করে, আমার ভূমিকা কত ক্ষীণ! ওষুধের গন্ধ মেখে, চুপচাপ বসে শুধুযখন এই দৃশ্য চোখে পড়ে– শ্বাসকষ্ট বুকে নিয়ে,একা একটা জবুথবু ভূত সূর্য গোটা মুখে পুরে কী উপায়ে শুরু করছে দিন… কুসংস্কার অন্ধকার ঘরে তুমি, শাড়ি-শায়া খুলে দিচ্ছপঁচানব্বই সাল…চোখ বুজলে দেখতে পাই,তোমার স্বামীর পেটে ভাত এঁটো লিঙ্গ থেকে ওই ঝরে পড়াবীর্যের […]