ছেলের মৃত্যুশোক ভুলতে রাস্তার গর্ত সংস্কার করেন এই সবজি বিক্রেতা

প্রিয়জনকে হারানোর শোক ভুলতে মানুষ কত কিছুই না করে| তবে ভাল কিছু করলে তা হয়ে থাকে দৃষ্টান্তমূলক | যেমনটা হয়েছে মুম্বাইবাসী সবজি বিক্রেতা দাদারাও বিলহোরের ক্ষেত্রে | ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি কলেজে ভর্তি হয়ে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল দাদারাওয়ের ছেলে প্রকাশ | রাস্তায় বৃষ্টির জলে ভরে থাকা একটা বেসরকারি সংস্থার খোঁড়া গর্তে মোটরবাইকের চাকা […]