এসো (কবিতা)

Illustration for poetry

এই হাত
রাখা আছে, শর্তহীন
ছুঁয়ে দাও। তার আগে
শুধু একবার ভেবে দেখো

নিরন্তরা

Poetry Illustration

খানিক থামি? নিরন্তরা;
আধার দুটোয় মিলে মিশে আরো অবিনশ্বর হয়ে যাই?
কবি,
তোমার নীরাও বুঝি এমনি?

বৃষ্টিযাপন (কবিতা)

monsoon

যদি গল্প বলতে পারতাম গুছিয়ে
ঘটমান সত্যের কাছে অবশ্যই
নিয়ে যেতে পারতাম তোমায়।
যেখানে পাতার এক পৃষ্ঠায় থাকত
সহানুভূতির দুটো চোখ তোমার,
বিপরীত পৃষ্ঠায় তখন ছুঁয়ে যেত
অনুচ্চার সাক্ষর আমার।