মগ্নবিষাদী

Image by Yuri_B from Pixabay

আরও একবার চৈতন্যে বিষাদের অমৃত ঢালো প্রভু,  আমি মগ্নবিষাদী হব আবার।  দেখে যাব শেষবার –  বর্ণমালার কোন কোন রঙে আকাশ রাঙালে তুমি,  সাজালে মাটি-পাহাড়।  জল দিয়ে জল-রং ধুয়ে যাওয়া – দেখে নেব,  প্রভু।  এই শেষবার।  কী রং মেশালে বাতাসে হাওয়া-রং ধরে।  এই,  এই শেষবার।  আমায় মগ্নবিষাদী করো আরবার।