ছড়াছড়ি থেকে এলোমেলো (প্রথম কিস্তি)

‘ছড়াছড়ি’ বাঁধানোর সময় খেয়াল রাখা হয়েছিল, যাতে ছোটরা ওটার যে কোনও পাতা পুরোপুরি খুলে, দু’পাশের দুটো পাতার ওপর দু’হাত রেখে বইটা পড়তে পারে। এই আশ্চর্য বই তৈরির নেপথ্য কাহিনি শোনালেন পিয়ালী বন্দ্যোপাধ্যায়।