কলকাতার সংস্কৃতির খোঁজে ফটোগ্রাফি ওয়ার্কশপ

photograph by Suvomoy Mitra

বৃটিশ সাম্রাজ্য় যখন সমৃদ্ধির একেবারে শিখরে, যখন আফিম, মশলা, তুলো, রেশমে ঠাসা জাহাজের নিত্য় যাওয়া আসা কলকাতার বন্দরে, তখন থেকেই কোম্পানি এবং কলকাতার বাবুদের দৌলতে একের পর এক দালান কড়িকাঠ খিলানওয়ালা অট্টালিকা মাথাচাড়া দিয়েছে শহরে। দার মধ্য়ে খাঁটি ইয়োরোপিয় স্থাপত্য় ছাড়াও, দেশি বিদেশি স্থাপত্য় শিল্প মিলেমিশে তৈরি হয়েছে এক নতুন নির্মাণশৈলি, যার কিছু উদাহরণ এখনও ছড়িয়েছিটিয়ে রয়েছে শহরে