বিনা মূল্যে জীবন বাঁচান হরিয়ানার এই ডুবুরি

অসাধারণ এক জন মানুষ ডুবুরি প্রগত সিং সাঁধু। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ডাবখেরি গ্রামের জীবন্ত কিংবদন্তী তিনি। অঞ্চলের জনগণের কাছে ‘প্রগত গোতাখর’ নামে পরিচিত, যার অর্থ গভীর জল থেকে প্রাণ তুলে আনেন যে ডুবুরি। ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১৬৫৮ জনের প্রাণ বাঁচিয়েছেন। জলে তলিয়ে যেতে থাকা বহু মানুষের জীবন ছিনিয়ে এনেছেন সাক্ষাৎ মৃত্যুর হাত […]