নববর্ষের বৈঠক: ফিরে দেখা

Naboborsher Baithak 1

একটা সময় ছিল যখন নববর্ষে মিষ্টিমুখ, হালখাতা, লুচি-রাবড়িরও আগে বাঙালি সক্কাল সক্কাল টেলিভিশনের পর্দায় চোখ রাখত। নববর্ষের বৈঠক দেখবে বলে! সেই অনুষ্ঠানের প্রাণপুরুষ পঙ্কজ সাহার সঙ্গে একান্ত আলাপচারিতায় অভিজিৎ সেন।