অষ্টমীর অষ্টরম্ভা

অষ্টমী তো এল। কিন্তু ঠাকুরদেখায় আদালতের রক্তচক্ষু। মানতেই হবে। উদ্যোক্তা থেকে ভক্ত, যুগল থেকে ভিখিরি – সবারই মুখ চুন। এ কেমন পুজো এল?

ছোট্ট যাচ্ছে ঠাকুর দেখতে, একটু খেয়াল রাখুন

আপনার মেয়ে সবে ৩ বছরে পা দিয়েছে। এখন আধো আধো বুলিতে ‘মা দুগ্গা’, ‘অছুর’ বলতে শুরু করেছে। সিংহে বসার অভিনয়ও করে মাঝে মাঝে। এবার সে অর্থে প্রথম বার ঠাকুর দেখতে বেরবে। ভিড়-ভাট্টা, কোলাহল সবের মাঝে বাচ্চার মেজাজ ঠিক রাখা কিন্তু চাট্টিখানি কথা নয়। কিন্তু তার তো উন্মাদনা চরম। সে সকলকে বলে বেড়াচ্ছে যে ‘ঠাউর’ দেখতে […]