শিল্পী সোমনাথ হোরের চিত্র প্রদর্শনী ও বইপ্রকাশ

ছোটবেলায় দেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতা, বাবার মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর অভিজ্ঞতা, বারবার ক্ষতবিক্ষত করেছে তাঁর চেতনাকে। এঁকে দিয়েছে ব্যথার অনপনেয় আঁচড় যা প্রকাশ পেয়েছে তাঁর রেখাচিত্রে, গ্রাফিক আর্টে, প্রিন্টে, লিথোগ্রাফে, এবং লেখায়। তিনি শিল্পী সোমনাথ হোর। তাঁর শ খানেকের কিছু বেশি ছবির একটি প্রদর্শনী শুরু হলো কলকাতার দেবভাষা আর্ট গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের দিন প্রকাশিত হলো […]