সুকান্ত ভট্টাচার্যের পত্রগুচ্ছ

Sukanta Bhattacharya

সুকান্ত ভট্টাচার্যের পরিচয় বিদ্রোহী, বিরুদ্ধতার কবি হিসেবেই। কিন্তু তাঁর চিঠিতে আমরা পাই এক অন্য সুকান্তকে। তারুণ্যের স্বভাবত অস্থিরতায় উচ্ছল, রোম্যান্টিক, মায়াময় এক যুবককে দেখা যায় সেই চিঠিতে।

লিখন তোমার

Letters

চিঠি আজ প্রায় অবলুপ্ত হয়ে গেলেও চিঠির মাধ্যমে লেখা উপন্যাস বা গল্প কিন্তু বরাবরই বাঙালির প্রিয়। সে রবীন্দ্রনাথই হোন বা বুদ্ধদেব গুহ, পত্রোপন্যাস জনপ্রিয় হতে সময় লাগেনি। উপন্যাসের চিঠিচাপাটি নিয়ে লিখলেন নন্দিনী সেনগুপ্ত।