সচেতনতার অভাব আর লাগামহীন দূষণে ধুঁকছে মহাসাগর

এতসব ভয়াবহ তথ্যের আঁতুড়ঘর কোথায়? আমার, আপনার বাড়ি। সাধারণ গেরস্থালি থেকেই নদীবাহিত হয়ে লক্ষ লক্ষ টন প্লাস্টিক মিশছে সমুদ্রে। জন-সচেতনতার অভাবে সমুদ্র অঞ্চল থেকে দূরে বসবাসকারী আমজনতা জানতেই পারে না যে মহাসাগরগুলির এই তিলে তিলে মৃত্যুর জন্য দায়ী তারাও।
সমুদ্র দূষণের ভয়াবহ পরিণতি বিষয়ে আমরা কি সচেতন? প্রশ্ন তুললেন সম্রাট মৌলিক…