হারানো ফোন খুঁজে পেতে পারেন আবার

মোবাইল ফোন ছাড়া আমাদের মোটে চলে না। সারা পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপন করার এর চেয়ে সহজ উপায় যে আর নেই! ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল-এর পাসওয়র্ড থেকে শুরু করে জরুরি নম্বর, ক্রেডিট কার্ড ডিটেল সব থাকে আমাদের ফোনে। ফলে বলতে পারেন ফোন এখন আমাদের প্রাণ ভোমরা। সেই মোবাইল ফোন কোনওভাবে হারিয়ে গেলে একেবারে অথৈ জলে পড়ি আমরা। […]