‘পল দো পল কা শায়র হুঁ…’

Mukesh Indian Film Singer 2

তাঁর কণ্ঠের জাদুতে সম্মোহিত ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী। ঈষৎ আনুনাষিক সেই গলার কারিকুরিতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন হিন্দি ছবির জগৎকে। রাজ কাপুরের আত্মার স্বর হয়ে উঠেছিলেন তিনি। মুকেশের জন্মদিনে লিখছেন প্রসেনজিৎ দাশগুপ্ত।