মেটেবুরুজের নবাবিয়ানা

৩০ জুলাই ওয়াজেদ আলি শাহের জন্মদিবস। লখনউয়ের এই শেষ মোগল নবাব তখত হারিয়েছিলেন ব্রিটিশের হাতে, বিনা যুদ্ধে। কারণ মনেপ্রাণে তিনি রাজনৈতিক ছিলেন না, ছিলেন শিল্পী, কবি, গায়ক।
বাবু কোলকেতার পোষ্য বেত্তান্ত

১৮৫৬ সালের ৬ই মে। মেটিয়াবুরুজে গঙ্গার ঘাটে অওধ (লখনউ) থেকে এসে থামল একটি জাহাজ। পিছনে আরো একাধিক জাহাজের বিশাল এক নৌবহর। প্রথম জাহাজটি থেকে নামলেন লখনউ তথা অওধের সদ্যপ্রাক্তন নবাব ওয়াজেদ আলি শা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁকে সিংহাসনচ্যুত করে দখল নিয়েছে তার প্রাণাধিক প্রিয় অওধের।