আশ্চর্য জনজাতি ‘শেরপা’

তেনজিং নোরগে ছিলেন শেরপা জনগোষ্ঠীর মানুষ। কাঠমাণ্ডু উপত্যকায় তিব্বতীয় মানব-গোষ্ঠীকেই ভোটিয়া বা ভোট বলে উল্লেখ করা হয়। নেপালি ভাষায় তিব্বতের নাম ‘ভোট’। পশ্চিমে কুমায়ুন সীমান্ত থেকে পূর্বে সিকিম পর্যন্ত অঞ্চলের একটি বিশেষ গোষ্ঠীই ‘শেরপা’ নামে পরিচিত। এঁরা বেশি উচ্চতায় নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। পর্বতারোহণের জন্য ইতিমধ্যেই খ্যাতি ও দক্ষতা অর্জন করেছেন এঁরা। নেপালে এভারেস্ট, লোৎসে প্রভৃতি উচ্চ পর্বত-শিখর বেষ্টিত সংকীর্ণ উপত্যকায় এদের বাসভূমি। প্রধানত পালের খুম্বু ফারক ও সোলো অঞ্চলেই বাস করেন এঁরা। এই গ্রামগুলির উচ্চতা প্রায় বারো-তেরো হাজার ফুট।
লিখলেন বিকাশচন্দ্র সরকার…