অ্যানিমেশন কিংবদন্তি জিন ডায়েচ (প্রবন্ধ)

তাহলে কি টম অ্যান্ড জেরির বাইরে জিনের আর কোনও পরিচয়ই নেই? একদমই নয়। জিন ডায়েচকে চিনতে হলে, দেখতে হবে ছোটদের গল্পের আধারে তৈরি তাঁর অনন্যসুন্দর সব কাজ। পূর্ব ইউরোপের অ্যানিমেশন বরাবরই স্বতন্ত্র। পাশ্চাত্যের বাণিজ্যিক অ্যানিমেশনের তুলনায় এগুলো অনেকটাই স্নিগ্ধ ও দৃষ্টিনন্দন। গল্পগুলোকে তাঁর নিজস্ব ছোঁয়ায় অনায়াসেই জিন নিয়ে যেতে পারতেন এক অন্য উচ্চতায়।