বইয়ের কথা: জনগণের বিজ্ঞান

এ বইয়ের প্রতিটি নিবন্ধের বিষয় বিজ্ঞান। তবে সায়েন্স জার্নাল কিংবা রিসার্চ পেপারে প্রকাশিত জ্ঞানগর্ভ সন্দর্ভ নয়। সাধারণের বোধগম্য ভাষায় লেখা ঝরঝরে আলোচনা। আলোচনা করলেন বিহু রায়।
উইলিয়াম ব্রুক ও’শনেসি: এক বিস্মৃত প্রতিভা (পর্ব ১)

এডিনবরা থেকে সদ্য পাস করে বেরনো এক উজ্জ্বল মেডিক্যাল গ্র্যাজুয়েট। মাত্র ২২ বছর বয়স তখন। ১৮০৯ সালে ইয়ারল্যান্ডের লিমেরিকে জন্ম। এরপরে স্নাতক হন ডাবলিনের বিখ্যাত ট্রিনিটি কলেজ থেকে।