ন’বছর পর সমুদ্র থেকে উদ্ধার বোতলের চিঠি

গল্পে চলচ্চিত্রে এমন ঘটনা হামেশাই ঘটে। কিন্তু বাস্তবে? সামাজিক মাধ্যমের জেটগতির যুগে তেমনই এক তাক লাগানো ঘটনা এসেছে সংবাদ শিরোনামে।  জানাজানিও হয়েছে সেই সামাজিক মাধ্যমেই। উনিশ বছরের তরুণ, ম্যাক্স ভ্রেডেনবার্গ ট্যুইটারে জানিয়েছেন তাঁর সেই রোমহর্ষক অভিজ্ঞতার কথা। ২০১০ সালের ২১ অগস্ট, তাঁর দশ বছর বয়সে ম্যাসাচুসেটসের রকপোর্ট সমুদ্র সৈকতে বোতলের মধ্যে চিঠি ঢুকিয়ে সমুদ্রে ছুড়ে ফেলেছিলেন […]