প্রাণের ঝুঁকি নিয়ে নারী পাচারের বিরুদ্ধে লড়াই করছেন সুনীতা কৃষ্ণন

উচ্চতায় মাত্র সাড়ে চার ফুট। কিন্তু কীর্তিকলাপে বাঘা বাঘা লোকেদের ছাপিয়ে গেছেন। সেক্স ট্র্যাফিকিং রোখার অন্যতম কাণ্ডারি ইনি। মাত্র ১৫ বছর বয়সে ধর্ষিতা হয়েছিলেন। কিন্তু তাতেও মনোবল ভাঙেনি এক ফোঁটাও। আজ সবাই এই মানুষটিকে সম্মান করেন। পেয়েছেন বহু পুরস্কার এবং স্বীকৃতি। ইনি সুনীতা কৃষ্ণন। প্রজ্জ্বলা সংস্থার প্রতিষ্ঠাতা। সুনীতার জন্ম বেঙ্গালুরুতে, ১৯৭২ সালে। বাবা রাজু কৃষ্ণনের […]