পরবাসের পুজো – নাইজেরিয়া

বাঙালি আর দুর্গাপূজা সমার্থক। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি দুর্গাপূজা ছাড়া বাঙালি কল্পনার বাইরে। তাই ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি বাঙালি যেখানেই যাক না কেন তার সংস্কৃতিকে সেখানে বজায় রাখবেই। তাই বাংলা থেকে কয়েক হাজার মাইল দূরে নাইজেরিয়ার মতো আফ্রিকার দেশে এসেও বাঙালি ভুলে যায় না তাদের সংস্কৃতির কথা,দুর্গাপূজার কথা। দুর্গাপূজা […]