কলকাতা কথকতা আয়োজিত প্রদর্শনী ‘কল অফ দ্য ফ্রিডম’ – উৎপল সান্যাল

আগামী ১০ – ১২আগস্ট ২০২২, গোর্কি সদনে কলকাতা কথকতা আয়োজিত প্রদর্শনী। বিষয় – স্বাধীনতার ৭৫বছর। বিখ্যাত সংগ্রাহকরা অংশগ্রহণ করবেন, তাঁদের দুষ্প্রাপ্য সংগ্রহ নিয়ে। সংগ্রাহক উৎপল সান্যাল বললেন তাঁর সংগ্রহের কথা। উদ্বোধনে থাকবেন বিশিষ্ট গুনীজনেরা। আপনাদের সবার আন্তরিক আমন্ত্রন।