আপন ভুলে হে নটরাজ

৪ঠা ফেব্রুয়ারী বিরজু মহারাজ এর জন্মদিন। লখনৌ ঘরানার কথকের এক ও অদ্বিতীয় শিল্পী বিরজু মহারাজ। সংগীতেও তাঁর অনায়াস বিচরণ। পারিবারিক ঐতিহ্যে সুর, তাল, লয় তিনটির ওপরেই সমান দখলদারি। সদ্য হারিয়েছি এই মহান শিল্পী কে। স্মরণে সংগ্রামী লাহিড়ী।