আত্মরক্ষার আর এক নাম শিহান!

আমাদের দেশের মাটিতে বেশ কয়েকজন অবিস্মরণীয় ক্রীড়াবিদের জন্ম হয়েছে| তাঁদের মধ্যে একজন হলেন শিহান শিবাজী গাঙ্গুলি| শিহান শিবাজীর জন্ম হুগলির একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে| যদিও একসময় তাঁদের পরিবার হুগলির প্রভাবশালী জমিদার বাড়ি বলে চিহ্নীত ছিল| ছোট থেকেই শিহান শিবাজী বাবা-মায়ের বাধ্য ছিলেন এবং নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে পছন্দ করতেন | একই সঙ্গে বিভিন্ন শরীরিক কসরতের […]