জ্যান্ত জুয়েলারি

রংচঙে কাচপোকা, সোনাপোকা বা চকচকে খোলসের গুবরে জাতীয়দের ঢোকানো হল ছোট্ট সোনা বা রুপোর খাঁচায়, এবং তারপর এই খাঁচাটির সঙ্গে বিভিন্ন ডিজাইনের চেইন জুড়ে মেয়েরা তাদের কাঁধে ব্রোচ হিসেবে পরতে শুরু করলেন। … জীবন্ত জুয়েলারির ফ্যাশন ট্রেন্ড নিয়ে লিখছেন যূথিকা আচার্য।
কে কার অলংকার

আজ্ঞে না। গহনা নারীর ভূষণ এ কথা আজকের যুগে তো অন্তত আর খাটে না। পুরুষও একালে সমানতালে গলায়, কানে, হাতে, বাজুতে গহনা পরে আনন্দ পান। কিন্তু তার সূত্রপাত মোটেই আধুনিক যুগে নয়। কবে? লিখলেন যূথিকা আচার্য।