ভারতীয় মস্তিষ্ক আকারে ছোট, সন্ধান গবেষণায়

বিশ্বে এই প্রথম ভারতীয় মস্তিষ্কের জন্য আলাদা করে তৈরি করা হচ্ছে ব্রেন অ্যাটলাস বা মস্তিষ্ক-মানচিত্র। হায়দরাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (ট্রিপল আইটি – এইচ) গবেষকদের হাতে কাজ চলছে এই মানচিত্রের।